জীবননগরে আম্পানে ক্ষতিগ্রস্তরা পেলো সরকারি টিন

এমপি আলী আজগার টগর করলেন বিতরণ

জীবননগর ব্যুরো: সুপার সাইক্লোন আম্পানের আঘাতে জীবননগর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি টিন বিতরণ করা হয়েছে। ঈদের পূর্বদিন ১২ জনের হাতে এ টিন তুলে দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আম্পানের আঘাতে বহু ঘর-বাড়ি ভেঙে বিধ্বস্ত হয়েছে। অনেক মানুষ খোলা আকাশের নিচে তারে পরিবার-পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার পাশে দাঁড়িয়েছে। জীবননগর উপজেলায় ৯৫ বাইন টিন বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত টিনের মধ্যে শনিবার জীবননগর উপজেলার ১২টি পরিবারের মধ্যে টিন বিতরণ করা হয়। আলী আজগার টগর এমপি ক্ষতিগ্রস্তদের হাতে এ টিন তুলে দেন। টিন বিতরণকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান ও পিআইও অফিসের হিসাব সহকারী সাইফুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment