স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ৩ টার দিকে শহরতলী দৌলতদিয়াড়ে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে ১শ’ ৫০ পরিবহন শ্রমিকের মাঝে এ খাদ্য সমগ্রী বিতরণ করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধকল্পে দেশজুড়ে লকডাউন চলছে। এ সময় গৃহবন্দী, কর্মবঞ্চিত, অসহায় পরিবহন শ্রমিকদের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের মাঝে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ দেশের এই ক্রান্তিলগ্নে জেলার সকল অসহায় মানুষের পাশে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি প্রতিনিয়ত মানুষকে সচেতন করা ও অসহায়দের সাহায্য করে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব কবীর প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রাফিক সার্জেন্ট মৃতুঞ্জয় বিশ্বাস।