৪৪তম বিসিএস’র ১৩৫০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার: ৪৪তম বিসিএস’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মধ্য থেকে এক হাজার ৩৫০জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২ মার্চ থেকে শুরু হবে, চলবে ২৫ মার্চ পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ৯০জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৪৪তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করবেন।