হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে ভারতের আট রাজ্যের মানুষ

স্টাফ রিপোর্টার: চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রমধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে। জরিপের ফলাফল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই। ‘ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ-ইস্ট’ শীর্ষক জরিপে জানতে চাওয়া হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেয়া প্রসঙ্গে আপনার মতামত কী? জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা। দেখা গেছে, ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেয়া ঠিক আছে’-এই মতের পক্ষে ভোট দিয়েছেন ২৩ শতাংশ উত্তরদাতা। আর এর বিপক্ষে ভোট দিয়েছেন ৩৭ দশমিক ৬ শতাংশ। ‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’-এই মতের পক্ষে ভোট দিয়েছেন ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ।