স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে লরিচাপায় নিহত হয়েছেন বাবা-ছেলে। কুমিল্লার মুরাদনগরে ট্রাক্টর উল্টে ডোবায় পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া বগুড়া, রাজবাড়ী ও সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেছে তিনজনের। নগরীর বন্দরটিলা এলাকায় লরিচাপায় রিকশার আরোহী ছেলে ও বাবা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ছেলে। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দরটিলার আকমল আলী রোডের আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)। গতকাল ভোরে মুরাগনগরের নবীপুর-শ্রীকাইল সড়কের মোচাগাড়া দড়িপাড়া ব্রিজ এলাকায় দুর্ঘটনায় নিহতরা হলেন- রাসেল মিয়া (২২), মেহেদী হাসান (২৩) ও টুটুল মিয়া (২২)।
পুলিশ জানায়, ভোরে ট্রাক্টর নিয়ে রোয়াচালা আশামতি ইটভাটায় যাওয়ার সময় মোচাগাড়া গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বগুড়া-সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান। দৌলতদিয়ায় সকালে ট্রাকের নিচে পড়ে অটোরিকশা চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক আপন (২৫) নিহত হয়েছেন।