স্টাফ রিপোর্টার: সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগে কি স্থানীয় নির্বাচন হবে? এ সময় সাধারণ জনগণ হাত নাড়িয়ে না উচ্চারণ করে এবং বলেন স্থানীয় নির্বাচন নয়, আগে জাতীয় নির্বাচন দিতে হবে। টাঙ্গাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রশ্ন রাখেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে দুদু বলেন, আওয়ামী লীগের ভেতরে একজন সুস্থ সবল মানুষ খুঁজে পাবেন না। শেখ হাসিনাকে অনেকেই পাগল বলে। সে পাগল না সে উন্মাদ, খুনি তার বাবাও খুনি ছিল। ৭২ থেকে ৭৫ সালে রক্ষীবাহিনী তৈরি করে বিরোধী দলের চল্লিশ হাজার এর উপর নেতাকর্মীকে হত্যা করেছে। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সে তার দুই ছেলেকে মুকুট পরিয়ে ধানমন্ডির বাসায় বিয়ে দিয়েছিল। তার কন্যা শেখ হাসিনা আব্দুস সালাম পিন্টুকে বিনা অপরাধে ১৭ বছর কারাগারে রেখেছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। যে দলের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আব্দুস সালাম তিনটি হচ্ছে সেই দলের নেতা। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সামনে নির্বাচন। কেউ কেউ বলছে আগে স্থানীয় নির্বাচন করতে হবে। সাধারণ জনগণের কাছে প্রশ্ন রেখে শামসুজ্জামান দুদু বলেন আগে কি স্থানীয় নির্বাচন হবে? এ সময় সাধারণ জনগণ হাত নাড়িয়ে না উচ্চারণ করে এবং বলে আগে জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি বলেন, মাথা উঁচু করে জেলে গিয়েছিলেন আবার মাথা উঁচু করে ভুয়াপুরে ফিরে এসেছে। বাংলাদেশের কেউ যদি একজনের নাম বলে তিনি হলেন আব্দুস সালাম পিন্টু। বিএনপিতে পিন্টু একজনই আছে। অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে গণ-সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।