হফাজতে নেতা মাও. কোরবান গ্রেফতার : রিামান্ড শেষে শিশুবক্তা রফিকুল ইসলাম জেলহাজতে
স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী আন্দোলনের নামে সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করতে চেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. হারুন-অর রশিদ। এদিকে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। একই দিন রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতার ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীর দু’দিনের রিমান্ড শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসি হারুন-অর রশিদ গতকালের প্রেস ব্রিফিংয়ে জানান, রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। তাবলিগের সাদপন্থিদের মারধরের কথা স্বীকার করেছেন তিনি। জোশের কারণে ওয়াজ মাহফিলের বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন বলেও স্বীকার করেছেন তিনি। পুলিশের এ উপকমিশনার আরও বলেন, মামুনুল হেফাজতের নেতাকর্মীদের উসকানি দিতেন। বলতেন- শেখ হাসিনার সরকারের পতন হলে হেফাজতের সমর্থন ছাড়া কেউ ক্ষমতা দখল করতে পারবে না। কওমি মাদরাসার কোমলমতি ছাত্রদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিলো- নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনকে কাজে লাগিয়ে সরকার উৎখাত করে রাষ্ট্রক্ষমতা দখল করা।
এর আগে গতকাল দুপুর পৌনে ১২টায় সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন কেন্দ্র করে নারায়ণগঞ্জে নাশকতার ঘটনায় মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ঘটনায়ও গ্রেফতার দেখিয়ে রিমান্ড চাইবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ব্রিফিংয়ে বলা হয়, নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে গত ২৫ ও ২৬ মার্চ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত এবং প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেসব মামলায়ও মামুনুলকে রিমান্ডে নেয়া হবে।
গত রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। পর দিন তাকে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তা মঞ্জুর করেন। হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাসাবোর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মাওলানা কোরবান আলীর ছেলে ওবায়দুল্লাহ বলেন, ডিবি পুলিশ পরিচয়ে তার বাবাকে গ্রেফতার করা হয়েছে।
রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতার ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে দু’দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ পাঠানো হয়। পুলিশসূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল নগরীর গাছা থানাপুলিশ রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওই দিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করেন। গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ নাজমুন নাহার তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ এপ্রিল তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১টার দিকে ফের কারাগারে রেখে গেছে পুলিশ।