শৈলকুপায় বিদ্যুতস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু : আহত ৪

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জেসমিন খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ জেসমিন খাতুন গ্রামের টুকু বিশ্বাসের স্ত্রী। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, টুকু বিশ্বাসের ঘরের গ্রিলের ওপর দিয়ে বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়েছে। বিকেলে গেটের সাথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে জেসমিন খাতুন মারা যায়। পরে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তারাও বিদ্যুতায়িত হন। সেসময় দু-জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয় এবং বাকি দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কিরীতি বিশ্বাস জানান, হাসপাতালে আসা বিদ্যুতস্পৃষ্ট দুজনের শারীরিক অবস্থা অনেক খারাপ ছিলো। তাই উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment