মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে পানিতে ডুবে ফাতেমা খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে দিকে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন পিরোজপুর গ্রামের পশ্চিমপাড়ার ডা. ইমাদুলের কন্যা।
স্থানীয়রা জানায়, এদিন সকালে দিকে শিশু ফাতেমা খাতুন খেলা করার সময় অসাবধানতা বশতঃ বাড়ির সামনের একটি গর্তে পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। সকাল ১০ টার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় এবং বাড়ির সামনের ওই গর্তে তার লাশ পাওয়া যায়। ফাতেমা খাতুন পিতা-মাতার ২ কন্যার মধ্যে ছোট। তার মৃত্যুতে এলাকাবাসীরা শোক প্রকাশ করেছে।