মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আব্দুল আলিম নামের এক মাদক ব্যসায়ীকে আটক করেছে। গত শুক্রবার দিবাগত রাতে তাকে মেহেরপুর সদর উপজেলার রায়পুর কবরস্থানের নিকট থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল আলিম কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামের আব্দুল মোমিনের ছেলে। বর্তমানে তিনি মেহেরপুর শহরের গো-হাটপাড়ার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শুক্রবার দিনগত রাতে রায়পুর গ্রামের কবরস্থানের নিকট থেকে তাকে আটক করে তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।