মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন স্থগিত

 

স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধাদের বহুল আকাঙ্খিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৩ মে সারাদেশে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিলো। মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের আহ্বায়ক মো. মাহবুব হোসেন এই তফসিল ঘোষণা করেন। কিন্তু শেষ পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হলো। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে নির্বাচন আয়োজন সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের একাধিক সচিব ও নির্বাচন পরিচালনার সংক্রান্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মতামতের ভিত্তিতে আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন পরিচালনা কমিটির জ্যেষ্ঠ এক সদস্য বলেন, বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কার্যক্রম শেষ না হওয়া এবং মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই ও আপিলের শুনানি চলমান থাকায় আপাতত নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। অন্যথায় আইনি জটিলতা দেখা দেয়ার সম্ভবনা ছিলো। পরিস্থিতি অনুকূলে এলে দ্রুততম সময়ে আবারও নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ২০১৪ সালে মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। হেলাল মোর্শেদ খানের বীরবিক্রম নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার। এদিকে প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো।

Comments (0)
Add Comment