মিয়ানমার ও ভারত থেকে এলো ৩০ হাজার মেট্রিক টন চাল

স্টাফ রিপোর্টার: জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি যথাক্রমে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে। গতকাল শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত আট হাজার ৫০০ এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ শনিবার ও রোববার মংলা বন্দরে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। এর আগে গত বুধবার ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে।