জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ইসলামপুরে অবস্থিত মসজিদে শুক্রবার জুমার দিনে সুদ খাওয়া ও দেয়া হারাম বয়ান করে চাকরি গেলো ইমামের। আল-আকসা মসজিদের ইমাম মোমিনুল ইসলাম গতকাল রোববার মসজিদ ছেড়ে চলে যান বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইমাম মোমিনুল ইসলাম গত শুক্রবার জুমার পূর্বে বয়ান করছিলেন। এ দিন তিনি কোরআন ও হাদিসের আলোকে সুদ লেনদেনের বিষয় তুলে ধরেন। যারা সুদের ব্যাবসা ও লেনদেনের সাথে জড়িত তাদেরকে তওবা করে ইসলামের সঠিক রাস্তায় ফিরে আসার আহ্বান জানান। এ আহ্বান জানিয়ে তিনি কমিটির রোষানলে পড়েন। ফলে তাকে চাকরি হারাতে হলো। ইমাম মোমিনুল ইসলাম গতকাল চাকরি ছেড়ে চলে যান বলে জানা গেছে।