ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করেছে বর্তমান সরকার

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কলাবাড়ি ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এর আগে জয়রামপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার উদ্বোধন করেন তিনি। পরে নাপিতখালি কৃষক সংগঠন সিআইজি সমবায় সমিতি লিমিটেডে কৃষি যন্ত্রাংশ সংরক্ষণ সেড উদ্বোধন করেন জেলা প্রশাসক। গতকাল মঙ্গলবার দুপুরে কলাবাড়ি ইব্রাহিমপুর আশ্রয়ণ প্রকল্পে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। দামুড়হুদা উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় মতবিনিময়সভায় আরও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অ্যাডভোকেট রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক আবু তালেব, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির ওমর ফারুক প্রমুখ। সভায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন আজিজুল হক। মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিত করে তাদের মুখে হাসি ফুটিয়েছে বর্তমান সরকার। প্রথম পর্যায়ে ১ হাজার ১৩১টি তালিকা প্রণয়ন করে সেগুলোর মধ্যে সাড়ে ৩শ’র বেশি জনের ঘর নির্মাণ করা হয়েছে। আরও বেশকিছু তালিকা তৈরি করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন আমরা তা বাস্তবায়ন করছি। তিনি আরও বলেন, আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের করোনার টিকা দেয়া হচ্ছে। সারাদেশে বিনামূল্যে করোনার টিকাদান চলছে। সরকারি কোষাগার থেকে এই ব্যয় বহন করা হচ্ছে। টিকা নিয়েও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান করতে হবে। মতবিনিময় শেষে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে নেপিয়ার ঘাসের কাটিং প্রদান করেন জেলা প্রশাসক। পরে আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ। আশ্রয়ণ প্রকল্পে ১০০টি গরু ও ২০০ এর বেশি ছাগল ভেক্সিনেশন এবং ৩ শতক জমিতে নেপিয়ার ঘাসের কাটিং বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেছে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। এর আগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের টিকাদান কর্মসূচী পরিদর্শন ও মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক। এর আগে বেলা ১১টার দিকে দামুড়হুদার জয়রামপুরে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের খামার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ওই খামারের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের চৌধুরীপাড়ার আজগর আলীর মেয়ে নারী উদ্যােক্তা ইয়াসমিন খাতুনের সাথে কথা বলেন জেলা প্রশাসক। তাকে সরকারিভাবে সকল প্রকার সুযোগ সুবিধা দেয়ারও আশ্বাস দেন তিনি। মুজিব শতবর্ষ উপলক্ষে ব্ল্যাক বেঙ্গল জাতের শত খামার কর্মসূচির আওতায় দামুড়হুদা উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন ও প্রাণিসম্পদ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন ।

এদিকে, দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার নাপিতখালি কৃষক সংগঠন সিআইজি সমবায় সমিতি লিমিটেডে কৃষি যন্ত্রাংশ সংরক্ষণ শেড উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, মাসুম আব্দুল্লাহ, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন প্রমুখ।

Comments (0)
Add Comment