স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করছে সরকার। আগামীকাল মঙ্গলবার থেকে গণপরিবহন চলবে আগের মতো। রেস্তোরাঁয় বসে খেতে থাকবে না কোনো শর্ত। উন্মুক্ত স্থানে সভা-সমাবেশও করা যাবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনের শর্তে ১লা মার্চ থেকে খুলছে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়ও। রোববার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২১ ফেব্রুয়ারির পর থেকে নতুন করে কোনো বিধিনিষেধ বর্ধিত করা হচ্ছে না। তবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথ পালন করতে হবে বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে এক কোটি মানুষকে কোভিড টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১২ বছরের নিচের স্কুল শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনতে চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কারণ ক্লাস সিক্সে পড়ছে, অনেক বাচ্চার বয়স ১২ বছরের নিচেও রয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে কী হবে? তাই যেসব দেশ ১২ বছরের নিচের বয়সীদের টিকা দিয়েছে, আমরা তাদের অভিজ্ঞতা নেয়ার চেষ্টা করছি। করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৪ঠা জানুয়ারি ১৫ দফা নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমে নিরুৎসাহিত করা হয়। ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয় ১১টি বিধিনিষেধ। পরে তা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। স্কুল-কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ ঠেকাতে ২১ জানুয়ারি ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে এরই মধ্যে সংক্রমণ কমতে থাকায় ২২ ফেব্রুয়ারি থেকে ফের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছে সরকার।