স্টাফ রিপোর্টার: চিকিৎসার জন্য এতদিন বাংলাদেশিদের প্রধান গন্তব্য ছিল ভারত। তবে সাম্প্রতিককালে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দেশটিতে চিকিৎসা নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের। এ পরিস্থিতিতে বিকল্প হিসাবে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে চীন। গতকাল সোমবার প্রথমবারের মতো চীনে চিকিৎসার জন্য ১৪ জন রোগী রওয়ানা দিয়েছেন। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশি রোগীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার সুবিধা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।