বাংলাদেশিদের জন্য ৩ ক্যাটাগরিতে ভিসা আবেদন সহজ করলো থাইল্যান্ড

স্টাফ রিপোর্টার: বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা, সেমিনার ও ক্রীড়া অনুষ্ঠান ক্যাটাগরিতে ই-ভিসা আবেদন আরও সহজ করল থাইল্যান্ড। গতকাল রোবববার দুপুরে ঢাকার থাই দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, জানুয়ারিতে বাংলাদেশে ই-ভিসা সেবা চালুর পর চাহিদা বাড়ায় নিচের তিন ক্যাটাগরিতে ভিসাপ্রাপ্তিতে ২ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। ভিসা আবেদনকারীদের উন্নত সেবা প্রদানের জন্য আবেদন ও অর্থপ্রদান ব্যবস্থা আপগ্রেড করার জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে। ভিসা প্রক্রিয়াকরণে কমপক্ষে ১০ কার্যদিবস সময় লাগে। আবেদনকারীদের তাদের আবেদন দ্রুত জমা দেয়ার জন্য জোরালোভাবে সুপারিশ করা হচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মাঘী পূর্ণিমা পালনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকার থাই দূতাবাস বন্ধ থাকবে বলেও জানিয়েছে থাই দূতাবাস।