স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আগামী দিন বিএনপির। খালেদা জিয়ার কর্মীদের দিন। তারেক রহমানের কর্মীদের দিন। জিয়াউর রহমানের কর্মীদের দিন। ফয়সালা ১০ তারিখে হতে পারে, আগেও হতে পারে। গণঅভ্যুত্থান যে হবে- এটা নিশ্চিত থাকেন।’ ‘বর্তমানে দেশে যে আলামত ও লক্ষণ দেখা যাচ্ছে, এতে এক মুহূর্ত ভাবার উপায় নেই যে, এ সরকার টিকবে। আলামতে বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও জোবাইদা রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। আয়োজক সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে এমন একটা শাসনব্যবস্থা আমরা প্রত্যক্ষ করছি, যা ৫১ বছরে দেখিনি। কিছু অসাধু ব্যবসায়ী ও আদর্শহীন রাজনীতিবিদ, এদের যে দাপট- এটা এক অভাবনীয় ঘটনা। সরকার-আশ্রিত কিছু সাংবাদিক, তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে। তিনি বলেন, একটা বিষয় ফয়সালা হয়েছে, বিএনপির কর্মীরা এখন আর ভয় পায় না। গত ছয়টা সমাবেশে তা প্রমাণিত হয়েছে। আজ শনিবার সিলেটের সমাবেশে জনসমুদ্র হবে। ঢাকায় জনসমাবেশ করতে আমরা নির্দিষ্ট একটা জায়গা চেয়েছি, দিলে ভালো। আর টালবাহানা করে কোনো লাভ নেই। সারা ঢাকা শহরে মানুষে সয়লাব হয়ে যাবে। নির্দিষ্ট কোনো জায়গায় তখন সমাবেশ হবে না। সারা ঢাকা শহরেই তিন-চার দিন ধরে সমাবেশ হবে।