ফের বাড়লো স্বর্ণ-রুপার মুদ্রার দাম

স্টাফ রিপোর্টার: স্বর্ণের দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার দাম। বেড়েছে রুপার মুদ্রার দামও। এখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে প্রতিটি স্মারক মুদ্রার দাম ১০ হাজার টাকা বাড়িয়ে এক লাখ ৩৫ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিলো এক লাখ ২৫ হাজার টাকা। একইসঙ্গে রুপার মুদ্রার দাম ১০০০ টাকা বাড়িয়ে ৭ হাজার টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ার কারণে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হবে।