স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুদিন ধরে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ও গোয়ালন্দ মোড় এলাকা মিলে অন্তত পাঁচ শতাধিক যানবাহন আটকে ছিলো বলে সংশ্লিষ্টরা জানান। এর মধ্যে দৌলতদিয়া ঘাট এলাকায় অর্ধশত যাত্রীবাহী বাসও আটকে রয়েছে। যানবাহনগুলো পারাপার হচ্ছে ধীরগতিতে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, নদী উত্তাল থাকায় গত কয়েকদিন সীমিত পরিসরে ফেরি চলাচল করেছে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় পর যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। এ অবস্থায় যাত্রী ভোগান্তি কমাতে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দিয়ে পার করা হচ্ছে। এতে আটকে পড়ছে পণ্যবাহী যানবাহন।