দেশে করোনা শনাক্তের হার ফের বাড়লো

 

দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় ৩৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেখানে শনাক্তের হার ২ দশমিক ০২। এর আগেরদিন দেশে ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৫। সেই তুলনায় আজ করোনা শনাক্তের হার বেড়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৯২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। মারা যাওয়া নারীর বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তিনি রাজশাহী বিভাগের বাসিন্দা।

Comments (0)
Add Comment