দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের বাগদী সম্প্রদায়ের সকল পরিবারকে সরকার প্রদত্ত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভূক্ত ওএমএস কার্ডের তালিকাভূক্ত করার লক্ষে বাগদী সম্প্রদায়ের পক্ষে দর্শনা অ্যাসেম্বলির নেতৃবৃন্দ দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাবীনামা পেশ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দর্শনা সংগঠনের আহ্বায়ক সংগ্রাম, সদস্য নাঈম খান, রাসেল আহমেদ মিঠু, ইসমাইল হোসেন বাবু, সুজন আহমেদ ও শান্তিদাস স্বাক্ষরিত দাবীনামা উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন। বেসরকারি এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের উপ-সমন্বয়কারী মাহবুবুর রহমান মুকুল ও প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার ই¯্রাইল হোসেন খান টিটো এ সময় উপস্থিত ছিলেন। ২ দফা দাবীনামায় বলা হয়েছে, দেশে করোনা প্রাদূর্ভাবের কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক অন্যান্য জেলার ন্যায় দর্শনা পৌরসভায় সরকার ওএমএস কর্মসূচির মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৌরসভার ৬ নং ওয়ার্ডে বাগদী সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবারের বসবাস। তারা সকলেই দিনমজুর। করোনা প্রাদূর্ভাবের কারণে তাদের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এমতাবস্থায় তাদের মানবিক দিক বিবেচনা করে ওই কর্মসূচির আওতায় নেয়ার জন্য বাগদী সম্প্রদায়ের পক্ষে দর্শনা ইউথ এসেম্বলির সদস্যবৃন্দ আপনার নিকট জোর দাবী জানাচ্ছি। দাবী প
ূরণে আপনার অগ্রণী ভূমিকা আমরা কামনা করছি। অগ্রাধিকারভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন।