দর্শনা অফিস: দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৫’শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। গতকাল শুক্রবার দর্শনা বন্দর স্টেশন থেকে এ পেঁয়াজ খুলনা নওয়াপাড়া বন্দরে বুকিং করা হয়েছে বলে জানিয়েছেন দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলী। বৃহস্পতিবার বিকেলে ৪২টি রেলওয়াগনে এ পেঁয়াজ দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছুয়। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ইন্টারন্যাশনাল এ পেঁয়াজ আমদানি করেছে। প্রতি টন পেঁয়াজের ইনভয়েস দাম ৩’শ ৭০ ইউএস ডলার। পবিত্র রমজান মাসকে সামনে রেখে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এ বন্দর দিয়ে ভারত থেকে আরো বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।