দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার দর্শনা আর্ন্তজাতিক রেলওয়ে স্টেশনের অবকাঠামো উন্নয়ন, পরিবেশগত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল হক স্টেশনটি পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল ১০টায় তিনি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে পৌঁছান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর রহমান, প্রধান সংকেত এবং টেলিযোগাযোগ প্রকৌশলী সৈয়দ শাহিদুজ্জামান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আহসান উল্লাহ ভূইঞা, চীফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা আশাবুল ইসলাম, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম রাজশাহী রেলওয়ে) রেজাউল করিম, দর্শনার জন্য আমরা’র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। দর্শনা পরিদর্শনকালে মহাব্যবস্থাপক মামুনুল হকের কাছে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের দর্শনায় রাত্রিকালীন যাত্রাবিরতি নিশ্চিত করার অনুরোধ জানান দর্শনাবাসী। পাশাপাশি দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে রাজশাহী ও ঢাকার উদ্দেশ্যে দুটি নতুন ট্রেন চালুর দাবিও তোলা হয়।
এ বিষয়ে মহাব্যবস্থাপক মামুনুল হক জানান, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় সম্মেলনে ইতোমধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ রেলসেবা উন্নয়ন এবং যাত্রীদের সুবিধার্থে দর্শনা অর্ন্তজাতিক রেলস্টেশন থেকে নতুন করে ট্রেন চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলমান রয়েছে। তিনি আরও বলেন, রেলওয়ের আধুনিকায়ন ও যাত্রীসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনের যাত্রীসেবা ও ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।