ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৮৬৯

 

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এই ভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন। চলতি মরসুমে আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৮৬৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ। এ নিয়ে দেশে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৩৬ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে চলতি মাসেই আক্রান্ত ২০ হাজার ৩৯ জন। যা গত মাসের চেয়ে দ্বিগুণের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ২৭৯ জন এবং বাইরে ১ হাজার ৩১৮ জন। গত একদিনে মারা যাওয়া সবাই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ নিয়ে রাজধানীতে এ বছর ডেঙ্গুতে মারা গেলেন ৭৯ জন। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর জেলাভিত্তিক পরিসংখ্যানে এখন পর্যন্ত মৃতের সংখ্যায় শীর্ষে কক্সবাজার। এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে জেলাটিতে। সেখানে আক্রান্ত ও মৃতদের বড় একটি অংশ রোহিঙ্গা।  এদিকে, ডেঙ্গুর প্রকোপ থামাতে এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংসে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২৫ আগস্ট পর্যন্ত অভিযান চালায় ঢাকার দুই সিটি করপোরেশন। কিন্তু সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড়ের কারণে আবারও প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment