জাহিদুর রহমান তারিক : মহামারী করোনা ভাইরাস এর এই মহা সংকটময় সময়ে যখন সারা দেশ জুড়ে খাদ্য সংকট, ঠিক সেই সময় ঝিনাইদহ জেলা পরিষদের দায়িত্বে ৩০ হাজার পরিবারের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগে কাজ করে যাচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস। সোমবার সকালে বনানী পাড়ার বাসিন্দাদের মধ্যে ও বিকালে আলিয়া মাদ্রাসা মসজিদের ইমাম, মোয়াজজিন ও খাদেমকে জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও রোববার সকাল থেকে জেলা পরিষদ এর মাধ্যমে ৫ হাজারের অধিক পরিবারের খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকার চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিদিন এভাবে ত্রাণ সামগ্রী বন্টন করা হবে বলে কর্তৃপক্ষ জানান। খাদ্য সামগ্রী বন্টন করার সময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,মানিক বিশাস মধু, নারী সাংবাদিক ময়না খাতুন, মানবাধিকার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খোঁজ নিয়ে জানা যায় এই ত্রাণ সামগ্রী ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা জন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই কর্মসূচি করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে। ৩০ হাজার পরিবারের নিকট ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগেই এগিয়ে যাচ্ছে এই কর্মসূচি। ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কনক কান্তি দাস সকল জন প্রতিনিধিদের নিকট সঠিক ভাবে ত্রাণ সামগ্রী বন্টন করা সহ সার্বিক সহযোগিতা কামনা করেছেন।