ঝিনাইদহে এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে জালাল উদ্দীন খাঁ নামের এক রেমিট্যান্স যোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার দিনগতরাতে বাংলাদেশ রাত ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। জালাল উদ্দীন সৌদিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। জালাল উদ্দীন খাঁ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের নাথকুন্ডু গ্রামের মৃত নায়েব আলী খাঁ’র সেজে ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
জানা গেছে, জালাল উদ্দীন খাঁ গ্রামের প্রাইমারি স্কুল শেষ করে উত্তর নারায়ণপুর হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করে। পরে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে উল্লেখযোগ্য চাকরি না পেয়ে চাষাবাদ ও ডাকবাংলা বাজারের গার্মেন্টস ব্যাবসা করতেন। বিএনপি রাজনৈতিক দলের সমর্থন থাকায় বিগত সময়ে তার নামে নাশকতার মামলাসহ একাধিকযুক্ত হলে সৌদিতে পাড়ি জমান। সেখানেই দীর্ঘদিন কর্মরত ছিলেন। কিছুদিন আগে বাড়িতে এসে নতুনভাবে বাড়িঘর তৈরি করে আবার তার কর্মে ফিরে যান। এবার ফিরে আর বিদেশ যাবেন না বলে বাড়িতে মায়ের নিকট দোয়া নিয়ে চলে যান। জালাল হয়তো কয়েকদিন পর-ই ফিরবেন, তবে জীবিত নয়, লাশ হয়ে। এমন কথা বলে তার বৃদ্ধ মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তার মৃত্যুতে পরিবার ও নিকটজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।