ঝিনাইদহের কালীগঞ্জে অভিনব প্রতারণা

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে পোল্ট্রি মুরগির বাচ্চা বিভিন্ন রং করে বিদেশি উন্নত জাতের বাচ্চা বলে প্রতারণার মাধ্যমে বেশি দামে বিক্রির অপরাধে কালীগঞ্জ থানা পুলিশ রুবেল (২০) নামের এক প্রতারককে আটক করেছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে কালীগঞ্জ কালীবাড়ির মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক রুবেল নরসিংদি জেলার রায়পুরা থানার সদরকান্দী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। প্রতারক রুবেল ইন্টারনেট থেকে বিভিন্ন উন্নত জাতের রং বে রং এর মুরগির ছবি দেখিয়ে ক্রেতাদের অকৃষ্ট করতো। তার এই ছবি দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হয়ে বেশি দামে এই পোল্ট্রি মুরগির বাচ্চা কিনে প্রতারণার শিকার হন। প্রতারক রুবেল গতকাল সকাল থেকে প্রায় ৩শ পোল্ট্রির বাচ্চা বিক্রি করে। গ্রাম থেকে বাজারে আসা সহজ সরল মানুষ এ প্রতারণার শিকার হন। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, প্রতারনার মাধ্যমে বিভিন্ন রং করে বাচ্চা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে রুবেল নামের একজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment