জীবননগর ব্যুরো: সত্য ও শান্তির ধর্ম ইসলাম প্রতি আকৃষ্ট হয়ে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নিমাই দাস স্বপরিবারে মুসলিম হয়েছে। গতকাল মঙ্গলবার তারা চুয়াডাঙ্গা নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিটের মাধ্যমে ও একজন মাওলানার নিকট কালেমা শাহাদৎ পাঠ করে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হন। ইসলাম ধর্ম গ্রহণ করা এ পরিবারটিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ব্যক্তি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা যায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী নিমাই দাস দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। শেষ ও চুড়ান্ত শান্তির ধর্ম ইসলামের প্রতি তার ও পরিবারের সদস্যদের আকৃষ্ট হওয়ার বিষয়টি প্রকাশ পায়। গতকাল তিনি স্বেচ্ছাই হিন্দু ধর্ম ত্যাগ করে নোটারী পাবলিকের মাধ্যমে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাদের কলেমা শাহাদৎ পাঠ করান মাও. আব্দুল ওয়াজেদ। ইসলাম ধর্ম গ্রহণ করে নিমাই দাস তার নাম পরিবর্তন করে ইব্রাহীম খলিল, স্ত্রী আরতী দাস নাম পরিবর্তন করে আয়েশা সুলতানা, বড় ছেলে আনন্দ দাস নাম পরিবর্তন করে হাসান আলী, মেয়ে শিল্পী দাস নাম পরিবর্তন করে সুমাইয়া আক্তার ও এক বছরের শিশু সন্তান চাঁদ কুমারের নাম পরিবর্তন করে হুসাইন আলী রাখা হয়েছে। ইসলাম ধর্মে দীক্ষিত এ পরিবারটি সকলের দোয়া কামনা করেছেন। এদিকে সত্য ও শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ পরিবারটিকে অভিনন্দন ও দোয়া করা হয়েছে।