জীবননগর উথলীর রিপনের বিরুদ্ধে শিশু ধর্ষণ অপচেষ্টার অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উথলীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের রিপন হোসেনের (৩০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। অভিযুক্ত রিপন হোসেন উথলী গ্রামের বাজার ফুটবল মাঠপাড়ার আব্দুল কাদেরের ছেলে। অভিযুক্ত রিপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাট্টা হয়েছে মহল্লাবাসী। একই দাবিতে গতরাত ১১টা পর্যন্ত রিপনের বাড়ি ঘেরাও করে রাখে স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেশীরা জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে রিপন হোসেন তার বাড়ির পার্শ্ববর্তী শিশুকণ্যা দু’বোনকে মোবাইলে ভিডিও গান দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে দু’বোনের মধ্যে ছোট বোনকে কৌশলে বাড়ি পাঠিয়ে দিয়ে বড় বোন ৫ম শেণির ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা চালায় রিপন। এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং রিপনকে আটক করে। পরে রিপনের মা কুলছুম বেগম তার ছেলেকে কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানায়, অভিযুক্ত রিপন ৮-৯ দিন আগে নিজের স্ত্রীকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। সোমবার রাতে ফাঁকা বাড়িতে ওই শিশুকে ডেকে ধর্ষণের অপচেষ্টা করে। তিনি আরও জানান, রিপন এর আগেও দু’দফা দুটি শিশুকে ধর্ষণের অপচেষ্টা চালায়। ওই সময় স্থানীয়ভাবে ওই ঘটনা মিমাংসা করা হয়েছিলো। এদিকে, মহল্লাবাসী রিপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাত ১১টা পর্যন্ত তার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে।

Comments (0)
Add Comment