স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের পক্ষ থেকে করোনার কারণে কর্মহীন নিম্ন আয়ের ৫শ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১০টায় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও পুরাতন স্টেডিয়াম মাঠে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান।
এ সময় ব্যুরো বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিয়া, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সনাতন কুন্ডু, কুষ্টিয়া দৌলতপুর শাখা ব্যবস্থাপক সুলতান আহম্মদ, আলমডাঙ্গা শাখার ব্যবস্থাপক সমীর কুমার ঘোষ, মিহির কুমার সরকার, শাহজাহান আলী, গোকুল কুমার সরকার, হিসাবরক্ষক ইসরাইল হোসেন, নুর হোসেন, রনজিত চক্রবর্তী, ছবির উদ্দিন, বিল্লাল হোসেন এবং বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদ উজ্জামানসহ ব্যুরো বাংলাদেশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, তেল, লবন, সাবান ও মাস্কসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পেয়ে হতদরিদ্র মানুষগুলো খুব খুশি হয়েছেন।