স্টাফ রিপোর্টার: রোববার থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস দিয়ে বলেছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভবনা রয়েছে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা নিকলিতে ৩৪ দশমিক ৭ ও সর্বনিম্ন কুমারখালীতে ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা সর্বোচ্চ ৩৩ ও সর্বনিম্ন ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অধিদফতর। যদিও চুয়াডাঙ্গায় দিনের অধিকাংশ সময়েই ছিলো অসহনীয় ভ্যাপসা গরম। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও স্বস্তি ছিলো না বললেই চলে। দেশের সর্বোচ্চ ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত নেত্রকোণায় রেকর্ড করা হয়েছ। চুয়াডাঙ্গায় শুক্রবার সারাদিনে মাত্র ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ বিস্তার লাভ করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোমাটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসগরের অংশে মাঝারী অবস্থায় বিরাজ করছে। রাজশাহী খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়দায় এবং রংপুর, ময়মনসিংহ ঢাকা, ও সিলেট বিভাগের কিছু কিছু জয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী থেকে ভারী বর্ষণও হওয়ার সম্ভবনা রয়েছে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হেেছ, এ সময়ের শেষের দিকে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।