স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গায় করোনা পরিস্থিতিতে আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা রোগী, মাদ্রাসা ও হত দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
রোববার বিকেলে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০০ জনকে ওই ইফতার সামগ্রী পৌঁছে দেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির হামিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ১ জন, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮ জন, ডিঙ্গেদহের ১ জন, আলুকদিয়ার হুচুকপাড়ার ১ জন ও হাজরাহাটি গ্রামের ১ জনকে ইফতার সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া বেলগাছি আছির উদ্দীন ইসলামিয়া মাদ্রাসা,বুজরুকগড়গড়ি মাদ্রাসা, নূরানী হাফেজিয়া মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদরাসার ৫৫ জনকে, কানাপুকুর ও পৌর কলেজ পাড়ার মোট ২৫ টি দরিদ্র পরিবারসহ সর্বমোট ১০০ জনকে ইফতার সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সব সময় সকল সংকটে জেলাবাসীর পাশে থাকবে। জেলা প্রশাসন তাদেরকে মানসিকভাবে শক্তি ও সাহস যোগাবে এবং করোনার সংকট পরিস্থিতি মোকাবিলায় সকলের পাশে থাকবে।
####জহির