গৃহহীনদের খুঁজে খুঁজে ঘর করে দেবে সরকার

মুজিবনগরের দারিয়াপুরে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

মুজিবনগর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন অবস্থায় থাকবে না। ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় দেশের সকল নাগরিক ঘর পাবে। এ ব্যাপারে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বড় অংকের অর্থ বাজেট করা হচ্ছে। আগামীতে গৃহহীনদের খুঁজে খুঁজে বের করে ঘর করে দেবে সরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে প্রেরণা একাডেমি মাঠে দুর্যোগ সহনীয় বাসগৃহপ্রাপ্ত সুবিধাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিশ্ব মহামারীর সময়েও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তাই বাংলাদেশকে বিশ্বের অনেক বড় বড় রাষ্ট্র অনুসরণ করছে।
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, মুজিবনগর থানা ইনচার্জ মো. আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইব্রাহীম শাহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, জেলা যুবলীগের আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদুসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি মুজিবনগর পিকনিক স্পট সংলগ্ন এলাকায় স্বরসতী খাল পরিদর্শন করেন ও সেখানে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রমুখ।

 

Comments (0)
Add Comment