স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শান্তিপাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় অপু নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার শান্তিপাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপু (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার খোকন শেখের ছেলে। সে একই এলাকার এক গৃহবধূকে ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার চুয়াডাঙ্গা সদর থানার সেকেন্ড অফিসার এসআই একরাম হোসাইন, এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিপাড়ায় অভিযান পরিচালনা করেন। এসময় ধর্ষণ মামলার আসামি অপুকে গ্রেফতার করা হয়। শান্তিপাড়ার ওই বাসা ভাড়া নিয়ে বসবাস করে অপুর পরিবার।
উল্লেখ্য, গত ২৪ মার্চ সকালে এনজিও’র কিস্তির টাকা দিতে যাচ্ছিলেন শান্তিপাড়ার এক গৃহবধূ। এসময় অভিযুক্ত নাঈম, অপু ও রতন জোরপূর্বক তাকে নাঈমের বাড়িতে নিয়ে যায়। অপু ও রতন গৃহবধূকে ভয়ভীতি দেখায় এবং মারধর করে। পরে নাঈম ওই গৃহবধূকে ধর্ষণ করে। ঘটনার দিনই ওই গৃহবধূ বাদী হয়ে নাঈম, অপু ও রতনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরাম হোসাইন বলেন, মামলার পর থেকেই আসামি অপু পলাতক ছিলো। আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।