খালেদা জিয়ার জন্মদিন আজ

 

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন আজ। জন্মদিনের এ লগ্নে বিএনপি প্রধান অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গত বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে পানি জমে যাওয়ায় স্বাস্থ্যের অবনতি ঘটেছে। এজন্য তাকে সিসিইউতে ভর্তির জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করেছে। তবে সেখানে না নিয়ে সিসিইউ সুবিধা সংযুক্ত কেবিনেই তার চিকিৎসা চলছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের দিনে জন্মদিন পালনের বিতর্ক থেকে বেরিয়ে আসতে গত কয়েক বছরের মতো এবারেও জন্মদিনের কেক কাটার মতো কর্মসূচি পালন করবে না বিএনপি। দলীয় প্রধানের জনন্মদিন উপলক্ষ্যে তার রোগমুক্তির জন্য দোয়া মিলাদের আয়োজনা করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান, বিএনপি চেয়ারপারসনের লিভারের সমস্যা যে পর্যায়ে আছে, তার জন্য উন্নত সেন্টার দরকার। যা বাংলাদেশে নেই। এই সমস্যা এতটাই জটিল ও সংবেদনশীল যার পার্শ্বপ্রতিক্রিয়া অনেক। তিনি জানান, নতুন করে শুক্রবার খালেদা জিয়ার জ্বর আসে। ডায়াবেটিস, প্রেশারসহ বেশকিছু জটিলতা নিয়ন্ত্রণে রাখতে মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে। এগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। কিন্তু লিভারে পানি বেড়ে যাওয়ায় যে কোনো সময় অন্য জটিলতা দেখা দিতে পারে। এর ফলে শরীরের ওজন বেড়ে গেছে। শ্বাস-প্রশ্বাসে কষ্ট হচ্ছে। প্রেশার ও ডায়াবেটিক ওঠানামা করছে। তার স্বস্থ্যের সর্বশেষ অবস্থান নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এর আগে রোববার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাত সাড়ে দশটার দিকে হাসপাতালে যান তিনি। সেখানে তিনি এক ঘণ্টা অবস্থান করেন। গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সে সময় তাকে পাঁচদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ওই সময়ে এনজিওগ্রাম করা হলে তার হূদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়। ৭৯ বছরে পা দেয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হূদরোগে ভুগছেন। তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত কয়েক বছরের মতো এবারও খালেদা জিয়ার জন্মদিন দোয়া মাহফিলের মধ্যদিয়েই পালন করবে দলটি। আগামীকাল বুধবার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় কাল বুধবার সকাল ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০১৬ সাল থেকে খালেদা জিয়ার জন্মদিন পালনের নিয়মে পরিবর্তন আসে। ওই বছর থেকেই তিনি আর কেক কাটেন না, কিংবা ঘটা করে দিবসটি পালনও করেন না। কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিল ও জিয়াউর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তবে ২০১৯ সাল থেকে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ বছরও তেমন কর্মসূচি পালন করা হবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও তিনি দিনাজপুরে বসবাস করতেন। খালেদা জিয়ার জন্মও সেখানে। তার মায়ের নাম তৈয়বা মজুমদার। ১৯৬০ সালের আগস্ট মাসে জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বাংলা পিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর উপর রচিত কয়েকটি বইয়েও তার জন্মদিন ১৯৪৫ সালের ১৫ আগস্ট উলেস্নখ আছে। তার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্টসহ দুই মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রম্নয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। ২০২০ সালের ২৫ মার্চ করোনাভাইরাসের পরিস্থিতিতে শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয় সরকার। এরপর থেকে রাজনীতি কিংবা সামাজিক কোনো কার্যক্রমে এখন আর তিনি সম্পৃক্ত নন।

Comments (0)
Add Comment