মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলার দীঘিরপাড়া গ্রামের কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে কর্মহীনতার কারণে মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগ কৃষকের ধান কাটার উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে দীঘিরপাড়া গ্রামের কৃষক মুস্তাকিম হোসেনের দুই বিঘা জমির ধান কেটে দেয়। জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি উপস্থিত থেকে ধান কাটার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবালসহ জেলা উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ ধানকাটার কাজে অংশগ্রহণ করেন।
কৃষক মুস্তাকিম হোসেন জানান, দুই বিঘা জমির ধান কাটতে ৫-৬ হাজার টাকার প্রয়োজন হতো। মহামারী করোনা ভাইরাসের কারণে এ সময়ে স্থানীয় মুনিষ (জোন) দিয়ে ধান কাটা যেতো। কিন্তু এতোগুলো টাকা এ সময়ে আমার পক্ষে খরচ করা সম্ভব ছিলো না।
জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি বলেন, দেশের মানুষ এখন অত্যন্ত দুর্ভোগের মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা এসময় দেশের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ নিয়েছেন। তার নির্দেশে আমরা অসহায় কৃষকের ধান কেটে মাঠ থেকে ঘরে তুলে দিচ্ছি।