কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

 

ঝিনাইদহ প্রতিনিধি: করোনা ভাইরাসেও থেমে নেই সাধারণ মানুষের ঈদের কেনাকাটা। সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রেখে দোকানগুলো চালু রাখার নির্দেশ দিলেও তা মানছেন না অনেক দোকানি। সরকারি নির্দেশ না মানার কারণে ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার দুপুরে চারটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় তারা চারটি দোকানে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। এ সময় তার সাথে ছিলেন কালীগঞ্জ থানার এএসআই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স। সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি সরকারি নির্দেশনা না মানার কারণে তাদের এ জরিমানা আদায় করা হয়। তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

 

Comments (0)
Add Comment