করোনায় রাজবাড়ীর সাবকে উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এমএ খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন । শনিবার রাত ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজবাড়ী জেলা বার- এর জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপি’র এ নেতার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে এমএ খালেকের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজবাড়ী পৌর এলাকার লক্ষীকোল গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
এমএ খালেক দীর্ঘদিন পর্যায়ক্রমে রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি দলটির সাথে যুক্ত ছিলেন। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। পরবর্তীতে আর নির্বাচনে অংশ নেননি। রাজবাড়ী হোমিওপ্যাথী কলেজের প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি। রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক, ডায়াবেটিকস এসোসিয়েশনসহ নানান প্রতিষ্ঠানের সাথেও জড়িত ছিলেন তিনি।

 

Comments (0)
Add Comment