করোনায় আরও ৪৫ জনের মৃত্যু : শনাক্ত ২ হাজার ৪৩৬

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪১২৭। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৪৩৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন তিন লাখ ৪৫৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩২৭৫ জন। এতে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৪৫৮। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি পরীক্ষাগারে ১৫ হাজার ৫০১টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮৫টি। গত একদিনে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৩০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ। বুধবার করোনায় আক্রান্তদের মধ্যে ৫৪ জন মারা গেছেন। আর ১৫ হাজার ৭০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল দুই হাজার ৫১৯ জনের। ওইদিন শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৭২ শতাংশ। কয়েকদিন ধরে শনাক্তের হার কমতে শুরু করেছে। গত তিন মাসের মধ্যে বৃহস্পতিবার শনাক্তের হার ছিলো সর্বনি¤œ। এর আগে ২০ মে শনাক্তের হার ছিলো ১৫ দশমিক ৮৪। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৪ এবং নারী ১১ জন। হাসপাতালে ৪২ এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৩২৪২ জন (৭৮ দশমিক ৫৬ শতাংশ) এবং নারী ৮৮৫ জন (২১ দশমিক ৪৪ শতাংশ)। মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন ও ষাটোর্ধ্ব ২৫ জন আছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে ছয়জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬১০ জন, ছাড় পেয়েছেন ৭৪৮ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ১৪৯ জন। প্রাতিষ্ঠানিক ও হোম মিলিয়ে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৮১১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৪০৫ জন।

 

Comments (0)
Add Comment