স্টাফ রিপোর্টার: সারাদেশে আজ সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ১ম সেমিস্টার পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আগেই উপকূলীয় জেলাগুলোর চার শিক্ষা বোর্ড যশোর, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছিলো। কিন্তু সোমবার দুপুরে নতুন বিজ্ঞপ্তিতে এগুলোর সঙ্গে এসএসসির অন্য বোর্ড যথাক্রমে ঢাকা, রাজশাহী, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহের পরীক্ষাও স্থগিত করার ঘোষণা দেয়া হয়েছে। একই কারণে রোববার যশোর, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম এবং মাদরাসা ও কারিগরির পরীক্ষা স্থগিত করা হয়। এ প্রসঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, সোমবারে যে বিষয়ের পরীক্ষা নেয়া হবে সেই বিষয়ের প্রশ্নপত্র সব বোর্ডের অভিন্ন বা একটি। তাই কোথাও পরীক্ষা নেয়া হলে অন্যত্র প্রশ্নটি চলে যাবে কিংবা বাকিদের জন্য আলাদা প্রশ্নপত্র মুদ্রণ করতে হবে। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ১৬ মে থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা যথারীতি নেয়া হবে। এসএসসিতে আজ গার্হস্থ্য, কৃষি, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের তত্ত্বীয় পরীক্ষা ছিল। দাখিল এবং কারিগরিতে কোনো পরীক্ষা নেই। এসএসসিতে সারা দেশে ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ শিক্ষার্থী আছে। তবে ঐচ্ছিক হওয়ায় এসব বিষয়ের পরীক্ষার্থী কম বলে জানা গেছে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিএড ১ম সেমিস্টার পরীক্ষা আজ স্থগিত থাকবে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেয়া হবে। উল্লিখিত পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখের পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।