গাংনীতে কালব’র বার্ষিক সাধারণ সভায় এমপি সাহিদুজ্জামান
গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, বর্তমান পেক্ষাপটে আধুনিক মানসম্মত শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে মূল ভূমিকা রাখতে হবে শিক্ষকদের। একমাত্র শিক্ষকরাই পারেন শিক্ষার মান উন্নয়ন করতে। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ খোরশেদ আলী।
প্রধান অতিথি বক্তৃতায় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের যেভাবে গড়ে তুলবেন তারা সেভাবেই গড়ে উঠবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের কাছ থেকে বিশেষ নির্দেশনা থাকতে হবে। কর্মজীবনে আপনাদের ছাত্র-ছাত্রীরা যেখানেই থাকুক তারা যেনো গাংনীর উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে শিক্ষা আপনাদেরকেই দিতে হবে।
কারিগরি শিক্ষার ওপর জোরারোপ করে তিনি বলেন, সারাবিশ^ আজ আধুনিক নানা বিষয়ে এগিয়ে যাচ্ছে তাদের কর্মকৌশল ও উদ্ভাবনী শক্তি দিয়ে। বর্তমান সরকার কারিগরি শিক্ষার ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। তবে শিক্ষকরা যদি আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের প্রতি নজর না রাখেন তাহলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে। কারণ কোটি কোটি টাকা ব্যয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান ভবন, ল্যাবসহ নানা স্থাপনা তৈরী করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মধ্য দিয়ে কালবের উন্নয়ন ও সদস্য সংখ্যাও বৃদ্ধি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এমপি সাহিদুজ্জামান খোকন।
অনুষ্ঠানে কালব ট্রেজারার প্রভাষক রমজান আলীর সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কালব সাধারণ সম্পাদক হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর কলেজ অধ্যক্ষ মোকাদেচ্ছুর রহমান, করমদি কলেজ অধ্যক্ষ ইমদাদুল হক, কালব জেলা ব্যবস্থাপক মামুনুর রহমান মিয়া। আরও বক্তব্য রাখেন কালব সাবেক কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কালব সদস্য গাংনী বিএম কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, প্রাথমিকের প্রধান শিক্ষক শাহাবুদ্দীন।