ইউপি নির্বাচন: ভোলায় সংঘর্ষ : গুলিতে নিহত ১

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিতে একজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরফকিরা কো-এড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ সংঘাতের মধ্যে আরও অন্তত দুই জন আহত হয়েছেন বলে জেলার পুলিশ সুপার সরকার মো. কায়সার জানিয়েছেন।
নিহত মো. মনির (২৫) ওই এলাকার বশির উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ মনিরকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক জানান।
স্থানীয়রা জানান, হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদারের সমর্থকরা ভোট কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের চেষ্টায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। পুলিশ সুপার সরকার মো. কায়সার বলেন, “দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ওই সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও ১২ রাউন্ড গুলি চালিয়েছে। তবে পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।”

 

Comments (0)
Add Comment