আলমডাঙ্গা ব্যুরো: ‘শেয়ার ফুড সেভ লাইফ, স্ট্যাম্প আউট করোনা’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে আলমডাঙ্গা কলেজপাড়ায় ঈদ উপলক্ষে করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার প্রবাসী দম্পতি রাসেল সুজন ও মিসেস নাজনীন রাসেল সাথীর পরিচালনায় কলেজপাড়ার হোসনে আরা ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি সেমাই ও ১টা সাবান। এলাকার কর্মহীন ১৩০ পরিবারকে এ খাদ্যসহায়তা প্রদান করা হয়। খাদ্যসহায়তা বিতরণে সার্বিক সহযোগিতা করেন নাজনীন সুলতানা বীথি, উজ্জ্বল খন্দকার, বিদ্যুত হোসেন, মঞ্জু, রানা, রাজু, মোল্লা জাফর ইকবাল জুয়েল, আব্দুর রাজ্জাক, সাংবাদিক শাহ আলম মন্টু, এমদাদ হোসেন, মাসুদ রানা লিপু প্রমুখ। খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে প্রবাসী দম্পতি রাসেল সুজন ও মিসেস নাজনীন রাসেল সাথীর কল্যাণ কামনায় ও করোনা থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।