আজ থেকে অনলাইনে ট্রেনের টিকিট

স্টাফ রিপোর্টার: পাঁচদিন পর আজ শনিবার থেকে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাবে। তবে টিকিট কাটতে স্টেশনে যাওয়া যাত্রীদের ভোগান্তি গতকাল শুক্রবার থেকেই অনেকটা কমেছে। কারণ, গতকাল সন্ধ্যা ছয়টা থেকে দেশের ৭৭টি স্টেশনের কাউন্টারে কম্পিউটার ব্যবহার করে টিকিট দেয়া শুরু হয়েছে। এদিন কম্পিউটার ব্যবহার করে দেয়া হয় ২৬ মার্চ থেকে ২৯ মার্চ তারিখ পর্যন্ত চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট। বাংলাদেশ রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৫ তারিখ যাত্রা করা ট্রেনের টিকিট হাতে লিখেই দেওয়া হয়েছে। এদিন যাত্রা করা ট্রেন ২৬ তারিখ যেসব স্টেশনে থামবে সেখান থেকেও এর টিকিট দেওয়া হবে হাতে লিখে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, ২৬ তারিখ থেকে হাতে লিখে টিকিট বিক্রি শেষ হওয়ার পাশাপাশি শুরু হবে অনলাইনে টিকিট বিক্রি। অর্থাৎ, ২৬ তারিখ থেকে ঘরে বসে অনলাইনেই (বঃরপশবঃ.ৎধরষধিু.মড়া.নফ) কাটা যাবে ট্রেনের টিকিট। নির্ধারিত কোটা অনুযায়ী আগের মতো সকাল ৮টা থেকে টিকিট বিক্রি করা হবে। গতকাল বৃহস্পতিবার রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে। তবে মোবাইল অ্যাপ ব্যবহার করে কবে থেকে টিকিট কাটা যাবে তা জানা যায়নি বিজ্ঞপ্তি থেকে। জানা গেছে, গত ২১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। হাতে লিখে টিকিট বিক্রি করার কারণে অনেক বেশি সময় লাগছে। এছাড়া অনলাইনে টিকিট বিক্রি বন্ধ থাকায় স্টেশনে টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হয়। এতে ভোগান্তিতে পড়েন টিকিট প্রত্যাশীরা।

 

Comments (0)
Add Comment