আজ চুয়াডাঙ্গায় আসছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

 

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপীল বিভাগের মাননীয় বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে,এম হাফিজুল আলম আজ চুয়াডাঙ্গায় আসছেন। এছাড়াও সফর সঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান, আপীল বিভাগের বিজ্ঞ রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে.এম. তোফায়েল হাসান ও মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব মো. আরিফুল ইসলাম, গানম্যান মো. কামরুজ্জামান, মো. রবিউল ইসলাম ও মো. নুরুজ্জামান সঙ্গে থাকবেন। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আমন্ত্রণে গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় কমলাপুর রেল স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে ভোর সাড়ে ৪টায় পৌছিয়ে সার্কিট হাউজে অবস্থান করেন। আজ শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে আসা বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে কনফারেন্স রুমে মতবিনিময় করবেন এবং দিক নিদের্শনামূলক বক্তব্য রাখবেন। সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলার আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন। দুপুর দেড়টায় সার্কিট হাউজে পৌছে অবস্থান করবেন। বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনযোগে কমলাপুর রেল স্টেশনের উদ্দেশে রওনা হবেন। রাত ১০টায় পৌছে নিজ বাসভবনে ফিরবেন।

Comments (0)
Add Comment