স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন চুয়াডাঙ্গার মেয়ে ফরিদা পারভীন। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব স¤পদ উপ-কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নির্বাচিত সাবেক সদস্য ফরিদা পারভীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহের কৃতিসন্তান। তিনি সংরক্ষিত মহিলা আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন। রাজপথের পরিচিত এই রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করার পর বর্তমানে তিনি ঢাকা সিটি কলেজে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে ফরিদা পারভিন একজন সাহসী ছাত্রনেতা হিসেবে সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলের সভাপতি ও সাধারণ স¤পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে তার নেতৃত্ব গুণের পরিচয় বিকশিত হয়। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তার কর্মীবান্ধব নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দলীয় সভানেত্রী তাকে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব স¤পদ উপকমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেন। ভবিষ্যতে দেশ এবং চুয়াডাঙ্গা-মেহেরপুর-কুষ্টিয়া অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে তিনি দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন। ফরিদা পারভিন সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।