আলমডাঙ্গা ব্যুরো/ হাটবোয়ালিয়া ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ১ম আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বিলো-২১০০ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক সমিতির আয়োজনে ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন জেলার আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা খেলোয়াড়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৪টি দাবা বোর্ডে ৪৮ জন খেলোয়ার অংশগ্রহণ করেন। প্রত্যেকে ৭টি করে ম্যাচ খেলেন। দুপুর সাড়ে ১১টায় শুরু হয়। প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা পরিচালক মিজরুল ইসলাম বিজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। সাজিবুল হক রাজনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা খোঁজদেল আলম, সমাজ সেবক আব্দুস সাত্তার, হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি মোহন রশিদ। ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সহযোগিতা করেন কাবের আলী, খাইরুল ইসলাম। দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের পরিচালক জাফরুল ইসলাম। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহের আবজিদ রহমান (সিএম), ১ম রানার্সআপ হয়েছেন ঝিনাইদহের জধুনাথ বিশ^াস ও ২য় রানার্সআপ হয়েছেন কুষ্টিয়ার মহিনুল ইসলাম। প্রতিযোগিতায় স্পন্সর করেন উদয় ইন্টারনেট ভাংবাড়ীয়া, তূর্য ইলেকট্রনিক্স হাটবোয়ালিয়া বাজার ও মিনারুল স্টোর ভাংবাড়ীয়া। টুর্নামেন্টে বিজয়ীদের সর্বমোট ৪০ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়।