স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হলো শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ক্রিকেট একাডেমির। মহিলা ক্রিকেট একাডেমি পরিচালনার জন্য গঠন করা হয়েছে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ও ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা হায়দার আলী জোয়ার্দ্দার প্যাভিলিয়ন সংলগ্ন চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন সাম্প্রতিক সময়ে সদ্যভূমিষ্ঠ হওয়া চুয়াডাঙ্গার কন্যা সন্তানদের অলিখিত অভিভাবক চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক প্রকাশক সরদার আল আমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য নাসির আহাদ জোর্য়াদ্দার, সাবেক কৃতি ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, ট্রাফিক সার্জেন্ট নবাব, মুস্তাফিজুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা খুকু, সদর উপজেলা শারীরিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক মালিক লোটন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সদস্য আসাবুল হক প্রমুখ। ১৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, সহ-সভাপতি জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, সহসভাপতি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, সাধারণ সম্পাদক সামসুদ্দোহা মালিক হাসু, যুগ্ম-সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব), যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. দিলরুবা খুকু, সাংগঠনিক সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার, প্রচার-প্রকাশনা সম্পদক ফাতেমাতুজ্জোহরা, ক্রীড়া সম্পাদক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, দফতর সম্পাদক মোছা. রিক্তা ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাবেরি করিম সুর্বণা, নির্বাহী সদস্য নাসিমা খাতুন ও মমতাজ বেগম।
এছাড়া ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পতœী আক্তারী জোয়ার্দ্দার মালা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পতœী সৈয়দা তাহমিনা, পুলিশ সুপার পতœী শারমিন মুস্তারী, সদর উপজেলা নিবার্হী অফিসার পতœী জান্নাত আরা কলি, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক-প্রকাশক পতœী লুনা শারমিন শশী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পতœী মাহ্জেবীন জোয়ার্দ্দার।