মেহেরপুর অফিস ঃ মেহেরপুর ফুটবল ক্লাব অব বার্সোলোনার (এফসিবি) উদ্যোগে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে এফসিবি ও মেহেরপুর ক্লাবের মধ্যে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে অমিমাসিত থেকে শেষ হয়। খেলার প্রথমার্ধে মেহেরপুর ক্লাবের পক্ষে হাফিজুল এবং শেষার্ধে এফসিবি’র পক্ষে সেলিম একটি করে গোল করে। ফলে শেষ পর্যন্ত অমিমাংসিত ভাবে খেলাটি শেষ হয়।